Thursday, September 21, 2017

বাংলাদেশ সামরিক জাদুঘর ঘুরাঘুরি,রাজধানী, ঢাকা

বাংলাদেশ সামরিক জাদুঘরবাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনীকর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত।
১৯৮৭ সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়[১] এবং ১৯৯৯ সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, ক্যানন, এন্টি এয়ারক্রাফ্ট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্রও এখানে সংরক্ষিত রয়েছে।[২]






কিভাবে যাবেন


ঢাকার বিভিন্ন স্থান থেকে বিজয়স্মরনী অতিক্রমকারী বেশকিছু লোকাল বাস চলাচল করে। আপনি যদি উত্তরা অথবা ফার্মগেট থেকে মহাখালী হয়ে চলাচল করেন তবে সামরিক জাদুঘরে পৌছাতে আপনাকে শের-ই-বাংলা নগরের বিজয় স্মরনীতে নামতে হবে।


0 comments:

Post a Comment